নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে নিখোঁজ আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ডেমরার বাসিন্দা আব্দুল্লাহ আল জাবেরের (৩০) মরদেহ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ও ৩ বছরের এক শিশুর মরদেহ বন্দর হরিপুর প্লাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়েছে।
লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এসআই হাফিজুর রহমান বলেন, লঞ্চডুবির ঘটনার আরো দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুর মরদেহ ঘটনাস্থলে আসেনি। ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।
রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়।