র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে বাংলাদেশ

0
68
র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে বাংলাদেশ
র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে বাংলাদেশ

র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে বাংলাদেশ। এজন্য ওয়াশিংটনকে চিঠিও দিয়েছে ঢাকা

তবে নতুন খবর হলো- এই নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সাথে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে। উনি (নুল্যান্ড) বলেছেন, এটি একটি জটিল প্রক্রিয়া। সুতরাং মুখে বললেই হবে না।এটি নিয়ে অনেক কাজ করতে হবে।

ড. মোমেন বলেন, এপ্রিলে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।ওই সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এমন পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়েছিল বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগে যোগ দিতে আন্ডার সেক্রেটারি নুল্যান্ড ঢাকা সফরে আসেন। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা হয়।