রেকর্ড ২৭ বার এভারেস্ট বিজয়

0
18
রেকর্ড ২৭ বার এভারেস্ট বিজয়
রেকর্ড ২৭ বার এভারেস্ট বিজয়

কামি রিতা শেরপা ২৭ বার মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন। বুধবার বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন তিনি।

সেভেন সামিট ট্র্যাকস নামের যে প্রতিষ্ঠানটিতে কামি রিতা চাকরি করেন তার মহাব্যবস্থাপক থানেশ্বর গুরাগাই জানান, নেপালি সময় সকাল সাড়ে আটটার দিকে বিদেশি পর্বতোরোহীসহ এভারেস্টের চূড়ায় পৌঁছান কামি রিতা।

‘আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে এটা শতভাগ নিশ্চিত যে কামি রিতা ২৭তম বারের মতো এভারেস্ট জয় করেছেন।’ বলেন গুরাগাই।

কামি রিতা শেরপা ১৯৯৪ সালে প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন। তারপর থেকে প্রায় প্রতি বছরই চূড়াটি জয় করছেন। এর মধ্যে বাদ পড়ে কেবল ২০১৪,২০১৫ ও ২০২০ সালে।

২০১৮ সাল থেকে ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা এই খেতাবটি ধরে রেখেছিলেন। তখন তিনি ২২ তম বারের জন্য এভারেস্টে আরোহণ করেছিলেন। তিনি  আগের অন্য দুই শেরপার সঙ্গে পর্বতারোহীর এই রেকর্ড শেয়ার করেছিলেন। তারা দু’জনই অবসর নিয়েছেন।

কিন্তু রোববার আরেক পর্বতারোহী, ৪৬ বছর বয়সী পাসাং দাওয়া শেরপা ২৬ তমবারের মতো এভারেস্ট শীর্ষে পৌঁছানোর রেকর্ড করেছেন। বুধবার কামি রিতা শেরপা ২৭তম রেকর্ড করলেন।