স্থানীয় ব্যবসায়ীদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আট প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও জোহা চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।