রাজধানীর রাস্তা ফাঁকা

0
11
রাজধানীর রাস্তা ফাঁকা
রাজধানীর রাস্তা ফাঁকা

ঈদ উপলক্ষে ভোর থেকেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার আনন্দ। যে যেভাবে পারছেন বাড়ির পথে ছুটছেন।

সকাল থেকে রাজধানীর রাস্তায় গাড়ির চাপ নেই। কোনো সিগন্যাল আটকাতে হচ্ছে না ট্রাফিক পুলিশকে। রাস্তা ফাঁকা হওয়ায় চালকরা নিজেরাই সিগন্যাল থামছে ও যাচ্ছে।

অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার তিনি চারদিন আগেই ফাঁকা হয়ে গেছে।

ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, এক্সপ্রেসওয়েসহ মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই।

তবে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। একইভাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মোটরসাইকেল আরোহীদের ঢল নেমেছে। ভোগান্তি এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তারা।