রাজধানীর আগারগাঁওয়ে বাসে আগুন

0
218
বাসে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে বাসে আগুন

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভায়।

চালক আর হেলপার ছাড়া বাসে তখন কোনো যাত্রী ছিল না। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হচ্ছিল বলে জানান দেলোয়ার।