যে ছবি দেখে আঁতকে উঠেছে মানুষ

0
24
ছবি
যে ছবি দেখে আঁতকে উঠেছে মানুষ

বৃহস্পতিবারের মুষলধারে বৃষ্টিতে যখন রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট-অলিগলি তলিয়ে যায় পানির নিচে। তখন পুরো নেট দুনিয়ায় ভেসে বেড়ায় একটি ছবি। ছবিটি দেখে স্তব্ধ হয় গোটা দেশ।

গতকাল বৃষ্টিতে মিরপুরের অধিকাংশ রাস্তা ডুবে যায়। হাঁটু সমান পানিতে ভেসে উঠে ছোট্ট একটি পা। একসময় এক ব্যাক্তি এসে পা টেনে উপরে তুললেন। ডান পা ধরে টেনে তুলতেই দেখা গেল আনুমানিক ৬/৭ মাসের একটি শিশু। পড়নে নীল হাফপ্যান্ট ও সাদা গেঞ্জি।

নেট দুনিয়ায় পা টেনে তোলা নিষ্পাপ শিশুটির ছবি দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। চারদিকে সমালোচনা ঝর উঠে। কিন্তু নিয়তির বিচারে যা ছিল তা কখনও পরিবর্তনের নয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীতে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়।