যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ২৫

0
62
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ২৫
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ২৫

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে।

বন্যায় মৃতদের মধ্যে ৬ শিশু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় দুর্যোগ’ বলে বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি কেন্দ্র থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এবং পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকা ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের প্রকাশ করা একাধিক ভিডিও থেকে দেখা গেছে—বন্যার তীব্রতা এত বেশি যে, কোথাও কোথাও বন্যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তাগুলোতে এত বেশি পানি জমেছে যেন তা নদীতে পরিণত হয়েছে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার বলেছেন, কতজন মানুষ নিখোঁজ রয়েছেন সেটি বলা যাচ্ছে না। রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকাতেই পৌঁছানো যাচ্ছে না।

এসব প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে মোটা দাগে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

খবরঃ আল-জাজিরার, বিবিসি