যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

0
11
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের উত্তর নেভাডার একটি পার্বত্য এলাকায়  উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। উড়োজাহাজটি একজন রোগী নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় পাইলটসহ বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেমসা হেলথ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সীমান্তবর্তী এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।’

বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও রোগীর এক স্বজন ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।