
যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। খবর বিবিসি।
সপ্তাহের শেষে এই ঝড় টেক্সাস থেকে শুরু করে মেইনে পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। ফলে অনেক জায়গায় সড়কে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং বড় বড় শহর ঘন তুষারে ঢেকে গেছে।
দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় ২০ ইঞ্চির মতো তুষারপাত হয়েছে।
এদিকে কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, এই শীতকালীন বা তুষার ঝড়ের কারণে দক্ষিণ অন্টারিওতে জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহের শেষেও যুক্তরাষ্ট্রে আবারো শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।


