
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ট্র্যাভিস বিমান ঘাঁটি থেকে এই ফ্লাইট রওনা দিয়েছে। এতে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও ১২০০ পালস অক্সিমিটার রয়েছে।
ইউএসএআইডি জানিয়েছে, এই চালানে আরও রয়েছে নিউইয়র্কভিত্তিক হেনরি শেইন কোম্পানির দেওয়া ৫০ লাখ সার্জিক্যাল মাস্ক, ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের জরুরি সেবার দান করা ৫২ হাজার জোড়া সুরক্ষা গগলস ইত্যাদি।