যুক্তরাজ্যে এক দিনে ৬ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার রেকর্ড

0
48
করোনা টিকা

যুক্তরাজ্যে গত শনিবার দেশজুড়ে এক দিনে রেকর্ড ৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনকে করোনা (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে সাকল্যে করোনার টিকা গ্রহণকারী মানুষের সংখ্যা দাঁড়ায় ৮৯ লাখ ৭৭ হাজার ৩২৯। এর মধ্যে দ্বিতীয় দফায় টিকা নেন ৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘এক দিনে এত মানুষকে টিকা দিতে পেরে আমি আনন্দিত। স্বাভাবিক জীবনে ফেরার পথে টিকার একেকটি ডোজ আমাদের এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে।’

সরকারি পরিসংখ্যানে বলা হয়, যুক্তরাজ্যে গতকাল রোববার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৫৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা মহামারিতে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬ হাজার ১৫৮। যদিও গত সপ্তাহ থেকে মৃত্যুহার কমার প্রবণতা দেখা যাচ্ছে।

টুইটারে এক ভিডিও পোস্টে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেন, টিকাদান কর্মসূচির এ বিরাট আয়োজনে যুক্ত প্রত্যেককে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। এখন পর্যন্ত ৭৫ থেকে ৭৯ বছর বয়সী মানুষের তিন-চতুর্থাংশকে টিকা দেওয়া হয়েছে। আর ৮০ বছরের বেশি বয়সী লোকজনের চার-পঞ্চমাংশকে এ কর্মসূচির আওতায় আনা গেছে।

ব্রিটিশ সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমার্জেন্সির সদস্য ও ওয়েলকাম ট্রাস্টের পরিচালক স্যার জেরেমি ফারার এক দিনে টিকাদানের ওই রেকর্ডকে ‘বিস্ময়কর অর্জন’ বলে আখ্যায়িত করেছেন।