যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

0
46
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। তাদের এই পদত্যাগে সংকটে পরেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব। এখন সরকার রক্ষার চাপে পড়েছেন তিনি। 

স্থানীয় সময় মঙ্গলবার তাঁরা পদত্যাগপত্র জমা দেন। কয়েক মিনিটের ব্যবধানে এই দুই মন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন। খবর আল–জাজিরার।

প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে উভয় মন্ত্রীই স্ট্যান্ডার্ড মেনে চলে এমন প্রশাসন চালানোয় বরিস জনসনের দক্ষতার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। 

সাজিদ জাভিদ বলেছেন, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী বরিস জনসনের সক্ষমতার ব্যাপারে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। তাই তিনি আর জনসনের সরকারে থাকতে চান না।

তিনি আরও বলেন, অনেক আইনপ্রণেতা এবং জনসাধারণও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার পরিচালনায় জনসনের সক্ষমতার ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছেন। 

অন্যদিকে ঋষি সুনাক তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, সরকারি পদ ছেড়ে দেওয়ায় তিনি মর্মাহত। কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি লিখেছেন, ব্রিটেনের জনগণ আশা করে দেশের সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি যে, এসব মানদণ্ডের জন্য লড়াই করা জরুরি। আর এজন্যই আমি পদত্যাগ করেছি।

এদিকে ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন তার চিফ অব স্টাফ স্টিভ বার্কলেকে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।