ময়লার ঝুড়িতে কোটি টাকার স্বর্ণের বার

0
33
দেশের বাজারে সোনার দা‌ম কমল
দেশের বাজারে সোনার দা‌ম কমল

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের ময়লার ঝুড়ি থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় এক কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ঝুঁড়ি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো অবৈধভাবে কাতারের দোহা থেকে ওসমানীতে আনা হয়েছিল বলে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণের বার নিয়ে আসার তথ্য তাদের কাছে ছিল। এই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রীদের তল্লাশি করা হরা হলেও কারও কাছে কিছু পাওয়া যায়নি।

রাজস্ব কর্মকর্তা বলেন, যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুঁড়ি স্ক্যান করে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মূল্য আনুমানিক এক কোটি টাকা।