ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে এক তরুণের মৃত্যু

0
33
ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে এক তরুণের মৃত্যু
ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে এক তরুণের মৃত্যু

একদিনের ব্যবধানে তেজগাঁও পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  তিনি প্রথম আলোর সাবেক কর্মী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথের শাপলা ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী।

আরও পড়ুনঃ নাঈম হাসান নিহতের ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটক আটকে বিক্ষোভ