মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে, আর কয়েক জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয়রা ধারণা করছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এর আগে, ভোর ৪টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সংবাদমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়।’
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।