মুক্তিযোদ্ধা কবি ও সংগঠক মকবুল হোসেন আর নেই

0
35
মুক্তিযোদ্ধা কবি ও সংগঠক মকবুল হোসেন আর নেই
মুক্তিযোদ্ধা কবি ও সংগঠক মকবুল হোসেন আর নেই

দিনাজপুরের কবি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আর নেই। গতকাল মঙ্গলবার(৩১ আগস্ট) সকাল ৬ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে  তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে যান। বইপ্রেমী মকবুল হোসেন ছিলেন দিনাজপুরে মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন। দিনাজপুর শহরের কালিতলা সর্দারপাড়ায় নিজ বাড়িতে মানুষের জন্য ১০ হাজার বইয়ের সেঁওতি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন তিনি।

১৯৭০ সালে জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হিসেবে মুক্তিযুদ্ধে মুজিববাহিনীতে সক্রিয় ছিলেন। ১৯৭৪ সালে দিনাজপুর আইন কলেজছাত্র সংসদ নির্বাচনের জিএস নির্বাচিত হন তিনি। 

১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর সারা দেশের মতো দিনাজপুর শহরে যে সব আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম মকবুল হোসেন। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।