মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না

0
10
মায়ের গর্ভে
মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না

মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এ আদেশ কঠোরভাবে মানার নির্দেশও দেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণের পরীক্ষা বন্ধে নির্দেশনা চেয়ে ২০২০ সালের ২৬ জানুয়ারি জনস্বার্থে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রুলের চূড়ান্ত শুনানি শেষে প্রায় চার বছর পর রায় এলো।
গত ২৯ জানুয়ারি হাইকোর্টে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ সংক্রান্ত একটি নীতিমালা দাখিল করে স্বাস্থ্য অধিদফতর। নীতিমালায় বলা হয়, কোনও ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ প্রকাশ করতে পারবে না। এ বিষয়ে কোনোরকম বিজ্ঞাপন দিতে পারবে না।