মাঠে ফিরেই নতুন মাইলফলকে সাকিব

0
27
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

মাঠে ফিরেই নতুন মাইলফলক স্পর্শ সাকিব আল হাসান। বল হাতে কুশল মেন্ডিসকে আউট করে ১ হাজার উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব।

৯৯৯ উইকেট নিয়ে রবিবার (২৩ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিলেন সাকিব। সাফল্য পেতে সাকিবকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পান তিনি।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৯৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। মেন্ডিসকে আউট করে ১ হাজার উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ৩৬২টি। টি-টোয়েন্টিতে ৩১০ এবং লিস্ট ‘এ’ক্রিকেটে তার ৩২৮ উইকেট।

২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভুসিমুজি সিবান্দাকে এলবিডাব্লিউ করে প্রথম উইকেট পেয়েছিলেন। সাকিবের আগে ১০০০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার আবদুর রাজ্জাক। অবসরের আগে তার উইকেটসংখ্যা ছিল ১১৪৫টি।