মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় বসুন্ধরা কিংসের

    0
    17
    মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় বসুন্ধরা কিংসের
    মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় বসুন্ধরা কিংসের

    মালদ্বীপে মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় বসুন্ধরা কিংসের। স্বাগতিক মাজিয়াকে কোন রকম সুযোগ না দিয়ে প্রথম জয়ের দেখা পেল অস্কার ব্রুজন শিষ্যরা। দলের তিন লাতিন ফুটবলার নিজেদের সামর্থের প্রমাণ দেখিয়েছেন মালদ্বীপের মালেতে।

    মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরুফানের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দারুণ এক গোল উপহার দেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

    বুধবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে এএফসি কাপে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস।

    ম্যাচের ১৩ মিনিটে প্রথম বারের মত গোছানো আক্রমণে যায় বসুন্ধরা কিংস। খালেদ শাফির হেড জাপানিশ তাকাশি ওদোয়ারার গায়ে লেগে পোস্টের উদ্দেশ্যে গেলেও তা ঝাপিয়ে রক্ষা করেন গোলকিপার মিরজোখিদ।

    মাজিয়ার রক্ষণভাগকে চাপে ফেলাতে বার বার আক্রমণে যায় কিংস ফরোয়ার্ডরা। যা কাজে লাগে ২৫ মিনিটে, চাপ সামলাতে না পেরে নিজেদের জালেই বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে গোল উপহার দেন মোহাম্মদ উরুফান।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে চোখ ধাঁধানো সব গোল করা রবসন রবিনহো বসুন্ধরা কিংসকে দ্বিতীয় গোল এনে দেন। ৩৯ মিনিটে একক প্রচেস্টায় বক্সের মধ্যে থেকে জোড়াল শটে মাজিয়া কিপারকে হতভম্ব করে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

    এএফসি কাপে প্রথম বারের মত দেশের বাইরে খেলতেই গিয়েই দারুন জয় তুলে নিল বসুন্ধরা কিংস।

    আগামী ২১ আগস্ট ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস, শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।