মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

0
51
মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা
মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলে নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলাল হোসেন (৪০) উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস উদ্দিন (৩৮) একই গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, মাছ ভর্তি মিনি পিকআপ নিয়ে জেলেরা নোয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থল পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আহত হন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় গিয়াসকে নোয়াখালী হাসপাতালে নেয়ার সময় তিনিও মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে।