মহানবী মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে কলকাতায় ইন্টারনেট বন্ধ

0
49
মহানবী মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে কলকাতায় ইন্টারনেট বন্ধ
মহানবী মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে কলকাতায় ইন্টারনেট বন্ধ

বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। দেশের কোথাও কোথাও বিক্ষোভ তুঙ্গে উঠেছে। 

গতকাল শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রতিবাদে রাস্তায় নামে মুসল্লিরা। এতে কলকাতায় দীর্ঘ যানজট দেখা দেয়। হাওড়া ও আশপাশের সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। 

একই রকম বিক্ষোভ প্রদর্শন হয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, তেলেঙ্গানা এবং গুজরাটেও। জম্মুর ভাদেরায় চারজনের বেশি লোক একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দুই দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।