“মমতাজ হারবাল প্রোডাক্টস আলো ছড়াবে উপস্থাপনায়” প্রাথমিক বাছাই পর্ব

0
151
মমতাজ হারবাল প্রোডাক্টস
"মমতাজ হারবাল প্রোডাক্টস আলো ছড়াবে উপস্থাপনায়" প্রাথমিক বাছাই পর্ব

“মমতাজ হারবাল প্রোডাক্টস আলো ছড়াবে উপস্থাপনায়” প্রতিযোগী ছিলেন ৫০০ জন। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। গত ২ মাস প্রচারের পর বিচারকের তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক, বিচার বিশ্লেষণক্ষমতার মাধ্যমে সেখান থেকে বাছাই হয়েছেন মাত্র ২৫ জন। এবার তারা লড়বেন স্বপ্নের মঞ্চে, টিভি দর্শক ও বিচারকদের সামনে।

গতকাল (১১ই নভেম্বর) এনটিভির অডিশন মঞ্চে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

এনটিভির ও মমতাজ হারবাল প্রোডাক্টসের যৌথ পরিকল্পনায় নির্মিত রিয়্যালিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়।

রিয়েলিটি শো কিংবা টকশো যাই হোক না কেন প্রতিটি অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ন ব্যক্তি হলেন উপস্থাপক। একজন উপস্থাপকের কারণে অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পায়, আবার উপস্থাপনার ব্যর্থতার কারণে রিয়েলিটি শো কিংবা টকশো ভরাডুবি হয়।

আর ভালো মানের উপস্থাপক বাছাইয়ের লক্ষ্যেই এনটিভির আয়োজন- “মমতাজ হারবাল প্রোডাক্টস আলো ছড়াবে উপস্থাপনায়।“

অনুষ্ঠানটি  উপস্থাপনা করেছেন তাবাসসুম প্রিয়াংকা উপস্থাপিকা। প্রাথমিক বাছাই পর্ব আসরে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মনিরা ইউসুফ মেমী, নাভিলা ইসলাম এবং স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। আলো ছড়াবে উপস্থাপনায় প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন কাজী মোস্তফা।