মঞ্চে ওঠার আগে একটু মদ্যপান করেছিলাম

0
34
মঞ্চে ওঠার আগে একটু মদ্যপান করেছিলাম
মঞ্চে ওঠার আগে একটু মদ্যপান করেছিলাম

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ফের বিতর্কে জড়ান গায়ক মইনুল আহসান নোবেল।

পরবর্তীতে এক অডিও সাক্ষাৎকারে  মদ পানের বিষয়টি নিয়ে কথা তুললে তিনি মদ পানের কথা স্বীকার করে বলেন, আয়োজকদের পক্ষ থেকে সরবারহ করা হয়ে ছিল। স্টেজে ওঠার আগে হালকা ফিলিংসের জন্য একটু দরকার পড়ে। না অতিরিক্ত পান করার ধারে কাছে যায়নি। এরকম ঘটনা আর ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

গত ২৭ এপ্রিল সুর্বণজয়ন্তী উপলক্ষে ওই অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন তিনি।

ওই অডিও সাক্ষাৎকারে নোবেল বলেন, আমি দুই-তিনটা ক্লাবের সদস্য, আমার মদপানের লিগাল লাইসেন্স রয়েছে। সে দিনকার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, সেদিন অনেকটা পথ জার্নি করে গিয়েছিলাম।

আমি ডিহাইড্রেড হয়ে গিয়েছিলাম। এমন না যে সেদিন আমি মাতাল ছিলাম। কোনোভাবেই একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এটা রিকভার করে উঠতি পারিনি ফলে আমার বডি ল্যাঙ্গুয়েজ বা কথায় সেখানকার হাজার হাজার দর্শক শ্রোতারা কষ্ট পেয়েছেন।

আমি সবার কাছে হাতজোড় করে ক্ষমাপ্রার্থী। আমি পুরো উত্তরবঙ্গের লোকের কাছে ক্ষমা প্রার্থী। আবারও ওই মাঠে গিয়ে আমি মানুষের ভালোবাসা নিয়ে আসব।