মক্কা-মদিনায় তীব্র তাপ ও ধূলিঝড়ের শঙ্কা

0
49
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ ধ্বনিতে মুখরিত

দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যাধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে, এ ছাড়া ধূলিঝড়ের শঙ্কাও রয়েছে।

মক্কা ও মদিনায় হজের মৌসুমের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে এনসিএম।

সংস্থাটি বলছে, মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ গড় ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তীব্র তাপ ছাড়াও বাতাসের গতিবেগ ও অবস্থারও পূর্বাভাস দিয়েছে এনসিএম। সংস্থাটির হিসেবে মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড় ও হতে পারে।

একইভাবে, মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধুলিঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব। এ ছাড়া হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।