ভোক্তাদের ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জে বনফুল -এর যাত্রা শুরু

0
19
ভোক্তাদের ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জে বনফুল -এর যাত্রা শুরু
ভোক্তাদের ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জে বনফুল -এর যাত্রা শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ন্যায্য মূল্যে মানসম্মত খাবার ভোক্তাদের মাঝে সরবরাহ করার লক্ষ্যে গোপালগঞ্জে “বনফুল এন্ড কোং” দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরবাদ গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে অবস্থিত বিসিক শিল্প নগরীতে “বনফুল এন্ড কোং” এর শুভ উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সি.আই.পি.।

পবিত্র মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের পর ফিতা কেটে গোপালগঞ্জ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। নতুন এ প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাৎকারে পরিচালক বলেন, আমার পিতার আদর্শ যে খাবার আমি খেতে পারবো না, সেই খাবার অন্যকে কখোনই খাওয়ানো যাবে না।

বর্তমান ঊর্ধ্বগতির এই বাজারে ন্যায্য মূল্যে গ্রাহকদের সন্তুষ্টি করার লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। গোপালগঞ্জের এ প্রকল্প থেকে উৎপাদিত খাদ্য সামগ্রী গোপালগঞ্জ সহ খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গে বাজারজাতকরণ করা হবে। এছাড়াও এ প্রকল্পে অনেক বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি প্রসারিত হবে বলেও জানান তিনি।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম চৌধুরী, খুলনা রিজিয়নের সিনিয়র সেলস এ্যান্ড মার্কেটিং অফিসার জাহাঙ্গীর আলম, প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল গফুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গওহরডাঙ্গা মাদ্রাসার মুফতি মাকছুদুল হক ও মাওলানা তরিকুল ইসলাম।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আবু বাক্কার