
ইতালি যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন সাগরের পানিতে তলিয়ে গেছে।
শনিবার(৩ জুলাই) তিউনিসিয়ার মানবিক সহায়তাকারী সংস্থা রেড ক্রিসেন্টের প্রধান মোঙ্গি স্লিম এ কথা জানিয়েছে।
গত সোমবার রাতে লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। ইউরোপ পৌঁছাতে তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। ইঞ্জিন ভেঙে যাওয়ার পর জাহাজটি উল্টে যায়।
এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিল। নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। নৌকাটির ৮৪ যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।