
‘টাইগার ৩’-এর সফলতার খুশিতে সিনেমাহল খুলার ঘোষণা দিলেন সালমান খান। শোনা যাচ্ছে সারা ভারত জুড়ে সিনেমাহল খুলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আর পাঁচটা হলের মতো কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ হবে না সালমানের হলে। নানা রকম সুযোগ সুবিধা থাকবে হলগুলোতে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘‘আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এই বিষয়ে নিশ্চিত।’’
সম্ভবত সিনেমাহলের নাম দেয়া হবে সালমান খানের নামের সাথে মিল রেখে। সলমন টকিজ় হতে পারে। মুম্বই ও দেশের অন্য বড় শহর ছাড়াও ছোট শহর, এমনকি পিছিয়ে পড়া অঞ্চলেও খোলা হবে সলমনের নামাঙ্কিত হল। অন্য হলের তুলনায় এখানে টিকিটের দাম হবে অনেকটাই কম। করমুক্ত টিকিট মিলবে এখানে। স্বাভাবিক ভাবেই দাম অনেকটাই কম হবে টিকিটের। বাচ্চা ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট।