মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনী।
মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাইগড় ও সাতারা জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাইগড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী সেখানে এখনও উদ্ধার কাজ পরিচালনা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে শনিবার নিশ্চিত করেছেন মহরাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার।
মহারাষ্ট্রের ছয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
এদিকে ভূমিধসে মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মোদি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।