ব্রিটেনে মুসলিম কাউন্সিলে প্রথম নারী মহাসচিব

0
57
জারা মোহাম্মদ

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। রবিবার তাকে এই পদে নির্বাচিত করা হয়। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন।

নির্বাচনে জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন জারা মোহাম্মদ। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

২৯ বছর বয়সী জারা মোহাম্মদ নির্বাচিত হওয়ার পর বলেছেন, ‘ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব।

আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ।’ জারা মোহাম্মদ গ্লাসগোর বাসিন্দা। তিনি মানবাধিকার বিষয়ে পড়াশোনা করেছেন।