ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন চট্টগ্রামে

0
37
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন চট্টগ্রামে
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন চট্টগ্রামে

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল ম্যাচ নিয়ে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে চট্টগ্রাম নগরীর মূল পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ফাইনাল ম্যাচের আগে ও পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার (১১ জুলাই)  রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এডিসি আরও বলেন, ‘যেন কোনো বেআইনি ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা শহরে টহল দিচ্ছে। বিষয়টি সরকারি সম্পত্তি এবং মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

নগরবাসীকে খেলার ফলাফলকে কেন্দ্র করে পারস্পরিক উস্কানিমূলক আচরণের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হওয়ার অনুরোধ জানান এডিসি আরফাতুল ইসলাম।  

এডিসি আরও বলেন, কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আজেন্টিনার খেলাকে কেন্দ্র করে গুরুত্ব বিবেচনায় নগরবাসীর নিরাপত্তায় ইতোমধ্যেই নগরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।