ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

0
15
ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪
ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পার্নামবুকো প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

শনিবার নিখোঁজ সর্বশেষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর তারা দুর্ঘটনায় নিহতের এ চূড়ান্ত সংখ্যা জানান সেখানকার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যেই ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে, তখন অনেক বাসিন্দাই সম্ভবত ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে