বেলুন বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৩

0
70
প্রশ্নপত্র ফাঁসে
প্রশ্নপত্র ফাঁসে পিএসসির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসের বেলুন বিস্ফোরণে কমেডি শো মিরাক্কেলের কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের চার কনস্টেবল দগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় বেলুন সরবরাহকারী তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার পর সোমবার ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, ভোলার দৌলত খান থানার লেজপাতা এলাকার মো. বাবুল(৫২), ফরিদপুরের মধুখালী থানার কামারখালী গ্রামের মানিক মিয়া(৪০) ও গাইবান্ধার ফুলছড়ি থানার কাইদর উত্তরপাড়া এলাকার কিবরিয়াকে(৫০) গ্রেপ্তার করা হয়।

এর আগে মামলায় বাবুল, মানিক ও কিবরিয়া নামের তিনজনকে আসামি করা হয়। তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। তারা সকলেই ওই অনুষ্ঠানে বেলুন সরবরাহ করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।