বৃষ্টি বাড়তে পারে

0
100
নদীবন্দরে
দেশের ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

আজ বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দু-দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

তবে শুক্রবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। এর পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে আসতে পারে।

এদিকে নদীর পানি কমায় উন্নতি হয়েছে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিরও। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর (মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরী) পানি কমছে।

এতে আজ চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হতে পারে।