বিশ্ব মায়ের সুর-ছন্দ-সঙ্গীত-বাণী ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’

0
61
বিশ্ব মায়ের সুর-ছন্দ-সঙ্গীত-বাণী ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’
বিশ্ব মায়ের সুর-ছন্দ-সঙ্গীত-বাণী ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’

মহান শহীদ দিবসে দিনব্যাপী কর্মসূচী পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি; প্রায় একশত বিদেশী শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান

আগামিকাল ২১শে ফেব্রুয়ারি ২০২৪ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচী ও অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে সকল ভাষাকে শ্রদ্ধা জানাতে প্রায় ১০০ জন বিদেশি অতিথি ও শিল্পীকে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে। বাংলাদেশে অবস্থিত বিদেশী দূতাবাসের সমন্বয়ে বিভিন্ন দেশের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। বিশ্ব মায়ের সুর-সংগীত-বাণী শিরোনামে প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হবে অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের নানা কর্মসুচি।

কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন দেশের ভিন্ন ভাষাভাষিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান; বিকাল ৩.০০ টায় আয়োজন শুরু হবে বিকাল ৩.০০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।

একাডেমির আয়োজনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষির আমন্ত্রিত বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও শিল্পীরা। এরপর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্মিলিতভাবে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত ও অমর একুশের গান।

আমন্ত্রিত বিদেশি অতিথিদের উত্তরীয় পরিয়ে দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন মহাপরিচালক।

সাংস্কৃতিক পর্বে সকল দেশি-বিদেশি শিল্পীরা শহীদদের স্মরণে সমবেত সংগীত পরিবেশন করবেন। এরপর ইন্দোনেশিয়ার ভাষায় “ওয়ান্ডারল্যান্ড ইন্দোনেশিয়া ডান্স’ পরিবেশিত হবে। নেপাল দূতাবাসের পরিবেশনায় নৃত্য, পরিবেশন করবেন নেপালি শিল্পী নিতা খাদকা, রিতু চালিসে, সাদিকচিয়া সিনজালি মাগার।এরপর হিন্দি কবিতা আবৃত্তি করবেন ভারতের ড. পুনম গুপ্তা।

ধারাবাহিক আয়োজনে রাশিয়ান কালচারাল সেন্টারের পরিবেশনায় বাংলা এবং রাশিয়ান ভাষায় থাকবে কবিতা, আবৃত্তি করবেন আলগা রয়। এরপর জার্মানের পরিবেশনা উপস্থাপন করবেন এলিসা ওয়ার্নার । তিনি আবৃত্তি করেনি ইংরেজি কবিতা। এর চীনের নৃত্যশিল্পীবৃন্দ উপস্থাপন করবেন মার্শাল আর্ট নৃত্য।

নেপালের শিল্পী আর্জুন ক্যাফল আবৃত্তি করবেন কবিতা ‘প্রতিবিম্ব’। অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে গান ‘একুশের ফেব্রুয়ারি’ ও ‘আমি বাংলার গান গাই’ জাপানিজ ও বাংরা ভাষায় পরিবেশন করবেন সুনসুকে মিজুতানি এবং মায়ে ওয়াতানাবে। এরপর সোমালিয়ার সংগীত শিল্পীরা সোমালি ভাষায় সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন স্পেনের মান্যবর রাষ্ট্রদূত। এরপর কোরিয়ার ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গিতাঞ্জলি থেকে কবিতা পাঠ করবেন কোরিয়ান শিল্পী। এরপর ঘানার স্থানীয় ভাষায় কবিতা আবৃত্তি করবেন সেদেশের শিল্পী। সবশেষে বাংলাদেশের ঢাকা সংস্কৃতিক দল পরিবেশন করবে সমবেত সঙ্গীত “ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, ও আমার গানের ভাষা, ভেবো না গো মা, ইতিহাস জানো তুমি আমরা”।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬.০০ টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালা ২য় পর্ব অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। সন্ধ্যার এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। ২য় পর্বের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল পরিবেশন করবে “আমি দাম দিয়ে কিনেছি বাংলা”।

এরপর রাশিয়া কালচারাল সেন্টারের পরিবেশনায় রাশিয়ান ভাষার গানের সাথে নৃত্য পরিবেশন করবেন সেদেশের শিল্পীরা। ইরান দূতাবাসের পরিবেশনায় থাকবে আবৃত্তি। ইন্দোনেশিয়ার শিল্পীরা পরিবেশন করবেন ওয়ান্ডারল্যান্ড ইন্দোনেশিয়া নৃত্য। নেদারল্যান্ডের পরিবেশনায় থাকবের আবৃত্তি। এছাড়াও পরিবেশনা উপস্থাপন করবেন, নেপাল, জাপান, জার্মান, রাশিয়ার শিল্পীরা। সবশেষে মালালায়াম কবিতা, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করবেন ভারতের ২২ জন শিল্পী।