বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা তৃতীয়। আজ রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭।
ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও চীনের সাংহাই যথাক্রমে ১৮৬, ১৭২ ও ১৬৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।