বিয়ে করছেন আয়মান সাদিক ও মুনজেরিন

0
321
আয়মান সাদিক
বিয়ে করছেন আয়মান সাদিক ও মুনজেরিন

অবশেষে সত্যে হল আয়মান সাদিক ও মুনজেরিনের প্রেমের গুঞ্জন। বিয়ে করতে যাচ্ছেন ইন্টারনেটভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মুনজেরিন শহীদ। 

আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জ মিলনায়তনে আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খুব দ্রুত তাদের দুজনের বিয়ের খবর ছরিয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।