বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল

0
82
বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল
বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

মেজর জেনারেল সাকিল বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সাফিনুল ইসলাম আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন।

মেজর জেনারেল সাকিল আহমেদের জন্ম ১৯ ডিসেম্বর ১৯৬৮ বাংলাদেশের জয়পুরহাট জেলায়। সাকিল আহমেদ ১৯৮৮ সালে ১৮ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি লং কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জেনারেল ১৯ পদাতিক ডিভিশনের কমান্ড করেন। তিনি ৯৯ কম্পোজিট ব্রিজের কমান্ডার এবং ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন।