বিগ বস-১৫ এর চ্যাম্পিয়ন হলেন তেজস্বী প্রকাশ

0
74
বিগ বস-১৫ এর চ্যাম্পিয়ন হলেন তেজস্বী প্রকাশ
বিগ বস-১৫ এর চ্যাম্পিয়ন হলেন তেজস্বী প্রকাশ

জনপ্রিয় ভারতীয় টেলিভিশন শো বিগ বস-১৫ এর চ্যাম্পিয়ন হলেন তার হাতে বিজয়ীর ট্রফি তুলে দিয়েছেন বিগ বসের উপস্থাপক বলিউড সুপারস্টার সালমান খান। খবর হিন্দুস্থান টাইমসের।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী তেজস্বী পুরস্কার অংক হিসেবে পেয়েছেন ৪০ লাখ রুপি। এর পাশাপাশি তিনি ‘নাগিন ৬’ নাটকের মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে রয়েছেন করণ কুন্দ্রা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রতীক।

বিগ বস-১৫ চ্যাম্পিয়ন হওয়ার পর মা-বাবার সঙ্গে ট্রফি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তেজস্বী লিখেছেন, ‘৪ মাসের কঠিন যাত্রাপথের শেষে স্বপ্ন পূরণ।’

তেজস্বী বিগ বসের আসরে এসে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন অপর প্রতিযোগী করণ কুন্দ্রাকে। এবারের প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রতীক।