গুগল ক্রোম ও সাফারিতে যুক্ত হতে চলেছে মাইক্রোসফটের বিং চ্যাট। কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআইয়ের সাথে যুক্ত হওয়ার ফলে আমূলে বদলে গেছে বিং চ্যাটের ধরন।
এতদিন পর্যন্ত মাইক্রোসফটের নিজস্ব ‘এজ ব্রাউজারে’ সীমিত থাকলেও গুগল ক্রোম ও সাফারিতেও যুক্ত হচ্ছে এটি।
দ্য ভার্জে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাইক্রোসফট সাফারি ও ক্রোমে বিং চ্যাট ব্যবহার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ভবিষ্যতে অন্য ব্রাউজারে এ সুবিধা পেতে যাতে কোনো সমস্যা না হয় সে জন্যই কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বিং চ্যাট ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে। এছাড়াও এজ ব্রাউজারের ৪ হাজার শব্দের বিপরীতে ২ হাজার ব্যবহারের সুবিধা মিলবে। এজে ৩০টি প্রশ্ন করার পর কথোপকথন রিসেট করার কথা বললেও নতুন দুই ব্রাউজারে ৫ বারের বেশি জিজ্ঞাসা করা যাবে না। এছাড়াও এজ ব্রাউজার ডাউনলোডের জন্য প্রতিনিয়ত নোটিফিকেশন দেখানো হবে।
বিং চ্যাট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ দ্বারা পরিচালিত। এটি কোনো ফি দেয়া ছাড়াই সব ফিচার ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তবে কিছু পার্থক্যও রয়েছে। বিং সার্চে চ্যাটজিপিটি-৪ এর প্রবেশাধিকার নেই, কিন্তু বিং চ্যাটের সে অধিকার আছে। যে কারণে এটি আরো বেশি সঠিক তথ্য সরবরাহ করতে পারে।