বায়ু দূষণে ঢাকা শীর্ষে

0
8
বায়ুদূষণে
আজ বায়ুদূষণে ঢাকা পঞ্চম

বায়ু দূষণে ঢাকা শীর্ষে। ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। বৃষ্টি হওয়ায় অনেকটা ভালোর দিকে ছিল ঢাকার বায়ু দূষণ।

আজ বুধবার (৩০ আগস্ট) বায়ু দূষণের শহরের তালিকায় ঢাকা অবস্থান আজ এক নম্বরে।

তবে পরিমাণ মত বৃষ্টি কম হওয়ায় আবার তা বেড়েই চলেছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর দূষণের শীর্ষে অবস্থান করছে।

এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা রয়েছে ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে।

১৫৫ স্কোর নিয়ে চর্তুথ স্থানে কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর রয়েছে ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত।