দেশে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দুই দিনের মধ্যে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আজ (শনিবার) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের প্রায় অর্ধেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের এক-চতুর্থাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি না হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হতো। লঘুচাপটি বাংলাদেশ থেকে সরে উত্তর প্রদেশমুখী হয়েছে। দুই দিন পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।