যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাকিংহাম প্রাসাদে ফিরেছেন প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। মঙ্গলবার সন্ধ্যায় লাশ সেখানে পৌঁছায়।
এর আগে স্কটল্যান্ডের এডিনবরা থেকে সামরিক বাহিনীর একটি বিমানে রানির লাশ লন্ডনে আনা হয়। লন্ডনের পশ্চিমে বিমান বাহিনীর ঘাঁটি আরএএফ নর্থোল্টে রানির লাশ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। বিমান ঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসে লাশ নেয়ার সময় রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানায়।
বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিটে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্রাসাদ ছাড়বে রানির কফিন। কফিন বহন করবে রাজকীয় অশ্বারোহী গোলন্দাজ বাহিনীর একটি ঘোড়ায় টানা গাড়ি।
রানিকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখার জন্য। অন্তেষ্টিক্রিয়ার আগে চারদিন সেখানে রানি রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন। রানির কফিনের পেছনে পদব্রজে থাকবেন রাজা তৃতীয় চার্লস এবং তার সন্তানেরা – প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।