১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের গ্ল্যমারাস চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তার জন্মদিনে অপরাজয়া২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
অভাবনীয় অভিনয় আর ভুবন ভোলানো হাসি দিয়ে জয় করেছেন হাজার হাজার দর্শকের হৃদয়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার।
পূর্ণিমার অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন । শুধু বড় পর্দা নয় টিভি নাটক, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
চলতি বছরে তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান মমতাজ মেহেদী “পূর্ণিমার আলো” উপস্থাপনা করছেন।