বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান

0
61
বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান
বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান

পাকিস্তানের বিপক্ষে সাকিব-লিটনের তাণ্ডবে ১৭৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। হতাশ করেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান।

আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৪ রানে আউট হন ওপেনার সৌম্য সরকার। দলীয় ৪১ রানে সাজঘরে ফেরার পথে শান্তর ব্যক্তিগত সংগ্রহ ১২ রান। এরপর শুরু হয় সাকিব-লিটনের তাণ্ডব। দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে ৮৮ রান তোলেন। ৪২ বল খেলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন লিটন।

আর সাকিবের সংগ্রহ ৪২ বলে ৬৮ রান। দুর্দান্ত ইনিংসটিতে ৭ চার ও ৩ ছক্কা হাঁকান টাইগার অধিনায়ক। ইয়াসির আলী রাব্বি এবারও ব্যর্থ হয়েছেন। ২ বলে ১ রান করে আউট হন তিনি। শেষে নুরুল হাসান সোহান ২ এবং মোহাম্মদ সাইফুদ্দিন ১ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের নাসিম শাহ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। ৩৩ রানের খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। মোহাম্মদ নওয়াজের শিকার ১টি উইকেট।