বলিউডে দিন দ্য ডের প্রশংসা

0
64

বলিউডে দিন দ্য ডে মুভির প্রশংসা জানালেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। তিনি জানান, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাকে প্রশংসা করা হয়েছে। 

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি ‘দিন দ্য ডে’। মুক্তির আগে থেকেই ছবিটি ১০০ কোটি টাকা বাজেটের হওয়ায় বেশ আলোচনায়। এ ছাড়াও হলিউড তারকা টম ক্রুজের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি, আন্তর্জাতিক মানের সিনেমা; ‘দিন-দ্য ডে’ এমন নানা মন্তব্য করে ছবিটির আলোচনা আরও প্রাণ এনে দেন সিনেমাটির নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।

সেই আলোচনার ধারাবাকিতায় এবার বর্ষা জানালেন  ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডেও। সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে। তারা ভূয়সী প্রশংসাও করেছেন।