বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার মারা গেছেন

0
58
বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার মারা গেছেন
বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার মারা গেছেন

 

“বলিউডের দেবদাস ট্রাজেডি কিং  দিলীপ কুমার আর নেই। কথাশিল্পী শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় দেবদাস ভূমিকায় অভিনয় করে ‘ট্রাজেডি কিং’ উপাধিতে ভূষিত হন।”

অনেকদিন থেকেই  বয়সজনিত নানা শারীরিক  জটিলতায় ভুগছিলেন বলিউডের এই কিংবদন্তী অভিনেতা। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন তিনি। 

বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়েরই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তাঁর।

সায়রা তাঁর শেষ টুইটে লিখেছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। আপনারা ওঁর জন্য প্রার্থনা করুন।’’

৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ‘দেবদাস’, ‘নয়া দওর’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’ এবং ‘কর্মা’। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে। তার  মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।