বর্ষায় চুল পড়ার সমস্যার ঘরোয়া সমাধান

0
115
বর্ষায় চুল পড়ার সমস্যার ঘরোয়া সমাধান
বর্ষায় চুল পড়ার সমস্যার ঘরোয়া সমাধান

সাধারণত বর্ষাকালে চুলে খুসকির সমস্যা একটু বেশিই দেখা যায়। আবার দেখা যায় বর্ষা আসলেই বেড়ে যায় চুল পড়ার সমস্যা। খুসকির সমস্যা থেকেই বাড়ে চুল পড়ার সমস্যা। বর্ষাকালে বৃষ্টির পানি চুলের গোড়ায় লাগলে আঠা আঠা হয়ে যায়। বর্ষায় চুল পড়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।

পরিবেশে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় খুশকির সমস্যা দেখা দেয়। বৃষ্টির জলে অনেক বিষাক্ত পদার্থ থাকে যা চুলের ক্ষতি করতে পারে। তাই বৃষ্টিতে ভিজলে চুল সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যার জন্য বর্ষায় আপনার চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

ঘরোয়া উপায়ে চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণ করার কিছু উপায়ঃ

পেঁয়াজের রস: আধা কাপ পেঁয়াজের রস সারা মাথায় ভালোভাবে লাগিয়ে ১ ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার একইভাবে চুলে লাগালে চুল পড়া আগের চেয়ে অনেক কমে যাবে। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকায় এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের রস চুলের ফলিকলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এখান থেকে প্রতিরোধ হয় চুল পড়া।

আমলকির রস: আমলকির রস সরাসরি মাথায় লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফল পেতে সপ্তাহে দু’বার একইভাবে আমলকীর রস ব্যাবহার করুন। আমলকির রসের মধ্যে ট্যানিন ও ক্যালশিয়াম উভয়ই রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

মেথি: আধা কাপ মেথি দানা রাতে পানিতে ভিজিয়ে রাখে পরদিন সকালে তা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগান এবং ১ ঘণ্টা পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ট। মেথির দানার মধ্যে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে যা চুল পড়া প্রতিরোধ করে এবং খুশকির সমস্যাকে দূর করে।

গ্রিন টি: গ্রিন টি পান করায় চুলের শুষ্কতা ও খুশকির সমস্যা দূর হয়। গ্রিন টি-এর মধ্যে ক্যাটেচিন রয়েছে যা চুল পড়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে।

অ্যালোভেরা জেল: চুল হোক বা ত্বক অ্যালোভেরা জেলে রয়েছে হাজারটা সমস্যার সমাধান। শ্যাম্পুর ঘণ্টা খানেক আগে অ্যালোভেরা জেল চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানিতে শ্যাম্পু করে নিন। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে খুসকির সমস্যা চটজলদি দূর হবে।