বজ্রপাতে ৩ জনের মৃত্যু

0
87
বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকালে দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার(৩৫) মাছ ধরার সময়, কাকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ শাহিনুল ইসলাম সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।