বগুড়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

0
43
বগুড়ায় পরিবহন ধর্মঘট

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আধিপত্য নিয়ে হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর করার প্রতিবাদে এবং মোটর মালিক গ্রুপের একাংশের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের গ্রেফতারের দাবিতে বগুড়ায় বুধবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ঘোষণা দেন।

বুধবার সকাল থেকে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের অনুসারী শ্রমিক চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অবস্থান নেয়। চারমাথায় আগে থেকেই বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছে।

সকাল থেকে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি এবং কোনো বাস টার্মিনালে আসেনি। তবে উত্তরাঞ্চলের অন্য জেলার বাস গুলো বগুড়ার উপর দিয়ে চলাচল করছে।

এ বিষয়ে আমিনুল ইসলাম জানান, মঞ্জরুল আলম মোহনসহ হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। প্রয়োজনে পুরো উত্তরাঞ্চল জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হবে।